জবির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ কাল


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২২, ৭:২৭ অপরাহ্ণ / ১৮৮
জবির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ কাল
0Shares

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা আগামীকাল বুধবার (১৬ নভেম্বর) প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে মেধাতালিকা দেখতে পারবেন।

২০২১-২২ শিক্ষাবর্ষে জবিতে মোট আসন রয়েছে দুই হাজার ৭৬৫টি। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন এক হাজার ২৮৮ জন। সে হিসাবে বিশ্ববিদ্যালয়টিতে এখনো এক হাজার ৪৭৭টি আসন ফাঁকা রয়েছে। আগামীকাল বুধবার দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে  জবির আইটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্ব কুমার আচার্য্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা কাল প্রকাশ করা হবে। দিনের যেকোনো সময় ওয়েবসাইটে তালিকা দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ অক্টোবর। আর আবেদন ফি পরিশোধ করা গেছে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা ছিল। একজন শিক্ষার্থী ৫০০ টাকা ফি পরিশোধ করে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটেই আবেদন করতে পেরেছেন।

0Shares