ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি শুরু, বিজ্ঞপ্তি সহ দেখুন


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : আগস্ট ৬, ২০১৯, ৭:২৯ অপরাহ্ণ / ৭২২
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি শুরু, বিজ্ঞপ্তি সহ দেখুন
0Shares

শিক্ষা সংবাদ : ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ২৭-০৮-২০১৯ ইং তারিখ রাত ১২.০০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির আবেদন করা যবে। ঢাবির ভর্তি পরীক্ষা (২০১৯-২০) এর বিস্তারিত তথ্য  নিচে দেওয়া হলো।

১. আবেদনের যোগ্যতা:-

এসএসসি২০১৪/১৫/১৬/১৭ সালে পাশকৃত এবং এইচএসসি ২০১৯ সালে পাশকৃত শিক্ষার্থীরাই কেবল আবেদন করতে পারবে।

ইউনিট-ক (বিজ্ঞান): এসএসসি এবং এইচএসসি তে আলাদাভাবে কমপক্ষে ৩.৫ করে টোটাল ৮.০০ পেলেই আবেদন করতে পারবে। এসএসসি ও এইচএসসিতে কোন বিষয়ে সি / ডি গ্রেড থাকলে সমস্যা নাই।
ইউনিট-খ (আর্টস): এসএসসি ও এইচএসসি তে আলাদাভাবে ৩.০০ করে টোটাল ৭.০০ পেতে হবে।
এসএসসি ও এইচএসসিতে কোন বিষয়ে সি / ডি গ্রেড থাকলে সমস্যা নাই।
ইউনিট-গ (ব্যবসায় শিক্ষা): এসএসসি ও এইচএসসি তে আলাদাভাবে ৩.৫ করে টোটাল ৭.৫ পেতে হবে। এসএসসি ও এইচএসসিতে কোন বিষয়ে সি / ডি গ্রেড থাকলে সমস্যা নাই। তবে ডিপ্লোমা ইন- বিজনেস স্টাডিজ ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত প্রার্থীদের একাউন্টিং বিষয়ে ন্যূনতম বি-গ্রেড(৩.০০ পয়েন্ট) থাকতে হবে।
ইউনিট-ঘ: এই ইউনিটে আবেদনের ক্ষেত্রে নিজ নিজ ইউনিটের জিপিএ ই প্রযোজ্য হবে। তবে এইচএসসিতে কোন বিষয়ে বি- গ্রেড (গ্রেড পয়েন্ট ৩.০০) এর নিচে আবেদন গ্রহণযোগ্য হবে না।
ইউনিট-চ: এই ইউনিটে আবেদনের ক্ষেত্রে মোট জিপিএ ৬.৫০ এবং আলাদাভাবে SSC ও HSC তে কমপক্ষে ৩.০০ করে থাকতে হবে।

 

২. ভর্তির আবেদনের সময়সীমা:-

আবেদন শুরু: ৫ আগস্ট বিকাল ৪ টা থেকে।

আবেদন শেষ : ২৭ আগস্ট রাত ১২ টা পর্যন্ত।

 

৩. ভর্তি পরীক্ষার সময়সূচী:-

ক ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর।
খ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর।
গ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর।
ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ সেপ্টেম্বর।
এছাড়া চ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান – ৫০ নাম্বার ) ১৪ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর (অংকন – ৭০ নাম্বার ) অনুষ্ঠিত হবে।

সকল ইউনিটের পরীক্ষা শুরু হবে সকাল ১০ টায়, শেষ হবে ১১:৩০ টায়।

৪. ইউনিটসমূহ ও আসন সংখ্যা:-

ক- ইউনিট মোট= ১৭৪০ সীট
খ- ইউনিট মোট= ২৩৬৩ সীট
গ- ইউনিট মোট= ১২৬০ সীট
ঘ- ইউনিট মোট= ১৬১০ সীট
বিজ্ঞান=১১৪৭
মানবিক=৫৩
ব্যবসায়=৪১০
চ- ইউনিট মোট= ১৩৫ সীট

 

৫. ভর্তি পরীক্ষার বিষয় ও মান বন্টন:-

ঢাবিতে MCQ ৭৫ নাম্বার, রিটেন ৪৫ নাম্বার। মোট ১২০ নাম্বারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দেড় ঘণ্টায় এমসিকিউ অংশের ৭৫ নম্বর এবং লিখিত ৪৫ নম্বরের উত্তর করতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। মোট ১২০ নাম্বারের ভর্তি পরীক্ষা।

প্রতি ইউনিটে ভর্তি পরীক্ষার সময় হবে দেড় ঘণ্টা। এমসিকিউ অংশে ৬০ প্রশ্নের জন্য সময় ৫০ মিনিট। প্রতিটি প্রশ্নের মান ১.২৫ সর্বমোট ৭৫। পাস মার্ক ৩০। আর লিখিত অংশে সময় ৪০ মিনিট। পাস মার্ক ১২।

এমসিকিউ পরীক্ষায় ৩০ নম্বর পেলে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে। কেউ যদি এমসিকিউ অংশে পাস মার্কের বেশি পাওয়ার পরও লিখিত পরীক্ষায় ১২ নম্বরের কম পায় তাহলে সে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে B,D UNIT এর লিখিত প্রশ্ন আসবে বাংলা ও ইংরেজি থেকে।

 

৬. জিপিএর মান:-

মোট ১২০ নম্বরের পরীক্ষার সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ যোগ করে সর্বমোট ২০০ নম্বরের ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হবে। অর্থাৎ জিপিএতে থাকবে ৮০ নাম্বার৷ এসএসসি রেজাল্ট কে গুণ করবে ৬ দিয়ে। HSC রেজাল্ট কে গুণ করবে ১০ দিয়ে।

 

৭. আবেদন:-

সকল ইউনিটে আবেদন ফি ৪৫০ টাকা।

 

৮. কোটা:-

প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে দৃষ্টি বাক-শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধী বিষয়টি যুক্ত করা হয়েছে।

 

৯. দ্বিতীয়বার পরীক্ষা:-

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ নেই।

 

১০.প্রস্তুতি:-

লিখিত পরীক্ষা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধারার সাথে মিলে এমন যেকোনো বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিলেই চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধারা বুঝতে গত বছরের প্রশ্নগুলো দেখ। এছাড়া ঢাবি ভর্তি পরীক্ষার জন্য বাজারে বিভিন্ন সহায়িকা আছে।

 

আরো বিস্তারিত জানতে মূল ভর্তি বিজ্ঞপ্তি দেখুন নিচে:

সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট – du.ac.bd

0Shares