জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এমএসসি ভর্তি চলছে


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৪, ৫:৪৭ অপরাহ্ণ /
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এমএসসি ভর্তি চলছে
0Shares

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘প্রফেশনাল মাস্টার অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স’ প্রোগ্রামের সামার ২০২৪ সেশনে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদনের যোগ্যতা :

  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি থাকতে হবে।
  • পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, ভূতত্ত্ব, রসায়ন, পরিবেশ বিজ্ঞানে চার বছরের বিএসসি অথবা ৩ বছরের অনার্স + ১ বছরের মাস্টার্স থাকলে আবেদন করা যাবে।
  • শিক্ষাজীবনের যেকোনো সময়ে তৃতীয় বিভাগ অথবা তৃতীয় শ্রেণি অথবা সিজিপিএ ২.৫০-এর নিচে থাকলে আবেদন করতে পারবনে না।

যোগ্যতা সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন jupmscs.org/eligibility

আবেদনের শেষ তারিখ:

৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত

ভর্তি পরীক্ষা:

৩ মে ২০২৪, শুক্রবার বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

প্রোগ্রামের মেয়াদ:

১ বছর (তিন সেমিস্টার)

ভর্তি পরীক্ষা ফি:

১ হাজার টাকা (ভর্তি অফিসে নির্ধারিত সময়ের মধ্যে সশরীর গিয়ে পরিশোধ করতে হবে)

প্রয়োজনীয় যোগাযোগ :

  • ভর্তি অফিস: ০১৯৪১৩৩৬৩৩৭, ০১৮১১৮৩৪০৩৬২, ০১৭৬২১০৯৪৭৮ (সকাল ৯টা থেকে বিকেল ৪টা)
  • ই-মেইল: pmscs@univ.edu

বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: jupmscs.org

0Shares