চবির ভর্তি পরীক্ষার আবেদনের সংখ্যা লাখ ছাড়াল


Shikkha Songbad প্রকাশের সময় : জানুয়ারি ১১, ২০২৪, ৩:২২ অপরাহ্ণ /
চবির ভর্তি পরীক্ষার আবেদনের সংখ্যা লাখ ছাড়াল
0Shares

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরুর সাতদিনে আবেদন করেছেন ১ লাখ ১ হাজার ২৯৭ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী।গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতদিনে ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ৫২ হাজার ১৪৩ জন। ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ২২ হাজার ৫২০ জন। ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ৫ হাজার ৪৭২ জন ও ডি ইউনিটে আবেদন করেছেন ২০ হাজার ২৫৬ জন শিক্ষার্থী। অন্যদিকে দুইটি উপ ইউনিটের মধ্যে ‘বি-১’ ইউনিটে আবেদন করেছেন ৪৮৭ জন ও ‘ডি-১’ ইউনিটে আবেদন করেছেন ৪১৯ জন।

এর আগে গত ৪ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। যা আগামী ১৮ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। তবে ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। এবার আবেদন ফি ৫০ টাকা বাড়িয়ে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এবার ঢাকা-রাজশাহীতেও ভর্তি পরীক্ষা: 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবার ঢাকা ও রাজশাহী বিভাগেও অনুষ্ঠিত হবে। ঢাকা বিভাগের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিভাগের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস।

‘সি’ ইউনিটের পরীক্ষা নতুন নিয়ম: 

ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। অন্যবার ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের আলাদা প্রশ্নে পরীক্ষা হলেও এবার সব বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে।

এবার ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য ৩২০টি, বিজ্ঞান বিভাগের জন্য ২৫৬টি ও মানবিক বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য ৩২টি আসন বরাদ্দ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ৪০, বিশ্লেষণ দক্ষতায় ৩০ ও সমস্যা সমাধান (প্রবলেম সলভিং) অংশে ৩০ থাকবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি: 

আগামী ২ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষার কার্যক্রম। ৮ মার্চ ‘বি’ ইউনিট, ৯ মার্চ ‘সি’ ইউনিট এবং ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা।

এ ছাড়া ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ মার্চ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ মার্চ, ‘বি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা হবে ১২, ১৩ ও ১৪ মার্চ এবং ‘ডি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে।

0Shares