পিএইচডি-এমফিল ডিগ্রি পেলেন ঢাবির ২৫ গবেষক


Shikkha Songbad প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৩, ১:৪০ অপরাহ্ণ /
পিএইচডি-এমফিল ডিগ্রি পেলেন ঢাবির ২৫ গবেষক
0Shares

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৩ জন গবেষক পিএইচডি ও ১২জন এমফিল এবং দুজন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এসব ডিগ্রি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সভায় সভাপতিত্ব করেন।

পিএইচডি ডিগ্রি প্রাপ্তরা হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে মোহাম্মদ আব্দুল জলিল, নৃবিজ্ঞান বিভাগের অধীনে আবু সালেহ্ মুহাম্মদ নোমান, রসায়ন বিভাগের অধীনে শুচিস্মিতা দে, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধীনে মোসা. আফরোজা খাতুন, মো: ফরহাদ আলী ও নাসিমা আক্তার মুক্তা।

এ ছাড়া ফিন্যান্স বিভাগের অধীনে কাজী সাগোতা সামিনা, ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের অধীনে মো. মাকসুদুর রহমান ও মো. হাসিবুর রহমান, গণিত বিভাগের অধীনে ছালেইকা পারভিন, অনুজীব বিজ্ঞান বিভাগের অধীনে কাজী আলমগীর হোসেন, চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদের অধীনে কাজী লুৎফর রহমান এবং আরবী বিভাগের অধীনে শাহাদাৎ হোসেন।

এমফিল ডিগ্রি প্রাপ্তরা হলেন- উর্দু বিভাগের অধীনে ফারহানা আকতার, আরবী বিভাগের অধীনে মো আব্দুল কাদির, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধীনে বরুন তালুকদার, সংগীত বিভাগের অধীনে নূসরাত শারমীন, আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের অধীনে আবু রুস্তদ্ মোহাম্মদ সাঈখ,

মনোবিজ্ঞান বিভাগের অধীনে তাপসী রাবেয়া ও ফেরদৌস আরা দ্বীন, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধীনে মধুরিমা সাহা হিয়া ও মো. আসাদুজ্জামান মন্ডল, ফিন্যান্স বিভাগের অধীনে জাফরুল শাহরিয়ার-জুয়েল, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে ফারজানা ইয়াসমিন এবং আইন বিভাগের অধীনে আহমদ ইহসানুল কবীর।

ডিবিএ ডিগ্রি প্রাপ্তরা হলেন- ফিন্যান্স বিভাগের অধীনে মো. রাশেদুজ্জামান এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধীনে মাহমুদ হাবীব জামান।

0Shares