খুবিতে এমএস ইন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৩, ৭:২৭ অপরাহ্ণ /
খুবিতে এমএস ইন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি
0Shares

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনে এমএস ইন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে চারটি মাস্টার্স কোর্সে ভর্তির জন্য আবেদনপত্র আহবান করা হচ্ছে। কোর্সওয়ার্ক মোডের ওপর ভিত্তি করে চারটি প্রোগ্রাম হলো-

  1. এক বছরের MS in Biotechnology and Genetic Engineering: Coursework Mode – Taught Program
  2. দেড় বছরের MS in Biotechnology and Genetic Engineering: Coursework Mode – Mixed Mode
  3. দেড় বছরের MS in Biotechnology and Genetic Engineering with Major: Coursework Mode – Mixed Mode
  4. দুই বছরের MS in Biotechnology and Genetic Engineering: Coursework Mode -Research Mode

ভর্তির যোগ্যতা :

  • খুলনা বিশ্ববিদ্যালয় অথবা দেশি/বিদেশি অন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং/জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি অথবা বায়োটেকনোলজি/সমমান/সংশ্লিষ্ট বিষয়ে ৩/৪/৫ বছরের স্নাতক/স্নাতক (সম্মান) থাকতে হবে (উক্ত ডিগ্রী ইউজিসি কর্তৃক সমমানের ডিগ্রী হিসেবে স্বীকৃত হতে হবে)।
  • প্রার্থীকে কমপক্ষে ১৬ বছর শিক্ষাকাল শেষ করতে হবে অথবা ৩ বছরের স্নাতক ডিগ্রী অর্জনকারীদের ক্ষেত্রে ১৫ বছর শিক্ষাকাল ও ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
  • আ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে তবে ক্লাস শুরুর পর থেকে ২ মাসের মধ্যে প্রয়োজনীয় সনদপত্র জমা দিতে হবে অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে।
  • প্রার্থীকে কমপক্ষে CGPA-2.50 অথবা ২য় শ্রেণি সহ স্নাতক ডিগ্রীধারী হতে হবে।
  • চাকরীরত প্রার্থীদের অবশ্যই দরখাস্তের সঙ্গে কর্মরত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগকর্তার নিকট থেকে সম্মতিপত্র প্রদান করতে হবে।

আবেদনপত্র জমা ও সংযুক্তি :

  • দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
  • বিজিই ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয় অফিস অথবা খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: ku.ac.bd অথবা ku.ac.bd/discipline/bge-থেকে এম এস প্রোগ্রামে ভর্তির নির্ধারিত ফরম ও নিয়মাবলী সংগ্রহ করে আবেদন করতে হবে । সরাসরি অথবা ডাকযোগে নিজ ঠিকানা সম্বলিত দশ টাকা মূল্যের ডাক টিকিট যুক্ত ১০”×৪” ফেরত খামে আবেদনপত্র সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধানের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে।
  • শিক্ষাগত যোগ্যতার সকল পরীক্ষার সার্টিফিকেট/আ্যাপিয়ার্ড সার্টিফিকেট; মার্কশীট)/ট্রান্সক্রিপ্ট এবং জাতীয় পরিচয়পত্রের/ জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
  • সভাপতি, এম এস ভর্তি কমিটি, বিজিই ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অগ্রণী ব্যাংক, খুলনা বিশ্ববিদ্যালয় শাখার ওপর একহাজার দুইশত টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। ভর্তির আবেদনপত্র ১৩ ডিসেম্বরের মধ্যে অফিস চলাকালীন সময় সভাপতি, এম এস ভর্তি কমিটি, বিজিই ডিসিপ্রিন, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা-৯২০৮ এই ঠিকানায় পৌঁছাতে হবে।

প্রয়োজনীয় তথ্যাবলী : 

  • আবেদনের শেষ তারিখ ১৩ ডিসেম্বর ২০২৩। ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত যোগ্য প্রার্থীর তালিকা ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে বিজিই ডিসিপ্লিনের নোটিশ বোর্ড এবং/অথবা বিজিই ডিসিপ্লিনের ওয়েবসাইট: ku.ac.bd/discipline/bge-এ প্রকাশ করা হবে।
  • প্রার্থীকে আগামী ১৮ ডিসেম্বর ২০২৩ সকাল ১১টায় ৫০ নম্বরের (MCQ) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষার পাশ নম্বর ৪০% । মেধাক্রম অনুযায়ী প্রথম চল্লিশ জনকে ভর্তি করা হবে।
  • ভর্তি পরীক্ষার ফলাফল ১৮ ডিসেম্বর ২০২৩ দুপুরে প্রকাশ করা হবে।
  • (ঘ) কৃতকার্য প্রার্থীদের ২০-১২-২০২৩ থেকে ২১-১২-২০২৩ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ভর্তি করা হবে।
  • কোর্স রেজিষ্ট্রেশন ৭-১-২০২৪ থেকে ১১-১-২০২৪ এর মধ্যে জরিমানা ছাড়া এবং ১৪-১-২০২৪ থেকে ১৮-১-২০২৪ তারিখের মধ্যে জরিমানাসহ সম্পন্ন করা হবে।
  • ৭ জানুয়ারি ২০২৪ তারিখ থেকে ক্লাস শুরু হবে।

প্রয়োজনে যোগাযোগ :

মোবাইল: ০১৭৩২-৭১৮০০৯, প্রফেসর ড. জুলফিকার হোসেন, ডিসিপ্রিন প্রধান এবং সভাপতি, এমএস ভর্তি কমিটি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়।

0Shares