ইবির ৩১ অক্টোবর ও ১লা নভেম্বরের সকল বিভাগের পরীক্ষা স্থগিত


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৩, ৩:৩৪ অপরাহ্ণ /
ইবির ৩১ অক্টোবর ও ১লা নভেম্বরের সকল বিভাগের পরীক্ষা স্থগিত
0Shares

অনিবার্য কারণবশত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

সোমবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, অনিবার্য কারণবশত আগামী ৩১ অক্টোবর ও ১লা নভেম্বর অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের পরীক্ষা স্থগিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম ও অফিসসমূহ যথারীতি চলবে।

এদিকে ৩১ অক্টোবর ও ১লা নভেম্বর পরীক্ষা বন্ধের জন্য পরিবহনের সূচিও পরিবর্তন করা হয়েছে। পুলিশ প্রটোকলে সকাল সাড়ে আটটায় কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে ক্যাম্পাসের নিজস্ব বাস গুলো ছেড়ে আসবে। তবে বন্ধ থাকবে সকল ভাড়া করা ও বিআরটিসি ডাবল ডেকার বাস। পরে বিকেল চারটা পাঁচ মিনিটে সকল বাস পুনরায় পুলিশ প্রটোকল নিয়ে কুষ্টিয়া ও ঝিনাইদহের দিকে ছেড়ে যাবে। এদিকে ২রা নভেম্বর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার বাস বন্ধ থাকবে বলে জানিয়েছে পরিবহন অফিস সূত্র।

0Shares