চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগের পরীক্ষা স্থগিত


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৩, ৩:৫১ অপরাহ্ণ /
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগের পরীক্ষা স্থগিত
0Shares

সারা দেশে বিএনপি ও জামায়াতের ডাকা হরতালের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রশাসনিক কার্যক্রমেও স্থবিরতা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কোনো বাস ছেড়ে যায়নি, তবে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

হরতালের কারণে ক্লাস-পরীক্ষা হবে কি না, এ ব্যাপারে আলাদা করে বিভাগ ও ইনস্টিটিউটকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল। পরে প্রতিটি বিভাগের সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালক তাঁদের পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা শিক্ষকদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সারওয়ার পারভেজের দেওয়া তথ্যমতে, আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগ ও ইনস্টিটিউটের ১৮টি পরীক্ষা ছিল। এগুলো হলো- ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষ, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষ, পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষ, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের সপ্তম সেমিস্টার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষ, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষ, বাংলাদেশ স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষ, বাংলা বিভাগের চতুর্থ বর্ষ, রাজনীতিবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ও প্রথম বর্ষ, ফিন্যান্স বিভাগের সপ্তম সেমিস্টার, চারুকলা ইনস্টিটিউটের স্নাতকোত্তর ও স্নাতক চতুর্থ বর্ষ, সমাজতত্ত্ব বিভাগের প্রথম বর্ষ, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষ, ইতিহাস বিভাগের স্নাতকোত্তর, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষ ও পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষ।

এসব বিভাগের সভাপতি ও পরীক্ষা পরিচালনা কমিটির দায়িত্বে থাকা শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, বাস চলাচল না করা ও শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি কম থাকায় সব কটি বিভাগের পরীক্ষায় স্থগিত করা হয়েছে।

অন্যদিকে বাস চলাচল না করলেও সকাল থেকে শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম মাধ্যম শাটল ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ আজ সকালে প্রথম আলোকে জানান, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিকভাবে বন্ধ রাখা হয়নি, তবে কার্যক্রম স্থবির রয়েছে। পরীক্ষা আর ক্লাস হবে কি না, তা উপস্থিতির ওপর নির্ভর করে বিভাগগুলো আলাদা সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী আমীর মোহাম্মদ মুছা জানান, হরতালের কারণে বাস না চলাচল করায় শিক্ষার্থী-শিক্ষক অনেকেই ক্যাম্পাসে আসতে পারেননি। প্রশাসনের উচ্চপদস্থ অনেক কর্মকর্তাও ক্যাম্পাসে আসতে পারেননি। তাই পরীক্ষা নেওয়াও সম্ভব হচ্ছে না।

0Shares