ঢাবির আইইআর ইনস্টিটিউটে রিসার্চ ম্যাথডোলজি কোর্সে ভর্তি শুরু


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ণ /
ঢাবির আইইআর ইনস্টিটিউটে রিসার্চ ম্যাথডোলজি কোর্সে ভর্তি শুরু
0Shares

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর অধীনে এডভান্স কোর্স অন রিসার্চ ম্যাথডোলজি কার্যক্রমে ২৪তম ব্যাচে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। আগ্রহীদের নির্ধারিত সময়েল মধ্যে ফরম সংগ্রহ করে জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

কোর্সের মেয়াদকাল : ১০ সপ্তাহ (৬৮ ঘণ্টা, ৪৫টি ক্লাস) 

ক্লাসের সময়সূচি:

শুক্রবার বিকাল ৪:০০- রাত ৯:০০টা।

শনিবার বিকাল ৫ :০০- রাত ৮:৩০টা মিনিট।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক।

ভর্তির ফরম প্রাপ্তির স্থান: কক্ষ নং-১১০ (২য় তলা), আইইআর ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।

কোর্স রেজিস্ট্রেশনের বর্ধিত সময়: ০৮ অক্টোবর, ২০২৩ তারিখ রবিবার থেকে ২৬ অক্টোবর, ২০২৩ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত (প্রতি কার্যদিবসে সকাল ৯:৩০টা থেকে বিকাল ৩:৩০ মি. পর্যন্ত)।

কোর্স ফি: ১৬,৫০০টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীর জন্য ৮,৫০০টাকা।

ওরিয়েন্টেশনের সম্ভাব্য তারিখ: ০৩ নভেম্বর, ২০২৩ শুক্রবার (ফোন করে নির্দিষ্ট তারিখ জানিয়ে দেয়া হবে)

সীমিত আসনে আগে আসলে আগে ভিত্তিতে ভর্তি করা হবে। পূরণকৃত নির্ধারিত ফরমের সাথে সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি, স্নাতক সার্টিফিকেট/নম্বরপত্রের ফটোকপি ও কোর্স ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

যোগাযোগ: প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসার, আইইআর-০১৭১৫৪০2367

0Shares