গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে আবার ৫ম পর্যায়ে ভর্তির সুযোগ


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৩, ৮:১৪ পূর্বাহ্ণ /
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে আবার ৫ম পর্যায়ে ভর্তির সুযোগ
0Shares

বৃহস্পতিবার (৫ অক্টোবর) গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে প্রাথমিক ভর্তির ৫ম (বিশেষ) পর্যায়ের ভর্তিপ্রক্রিয়ায় শিক্ষার্থীরা ৫ অক্টোবর দুপুর থেকে ৬ অক্টোবর রাত ১১টা ৫৯ পর্যন্ত জিএসটির ওয়েবসাইট https://gstadmission.ac.bd/) থেকে প্রাথমিক আবেদন করতে পারবেন। এতে প্রাথমিক ভর্তি বাবদ পাঁচ হাজার টাকা অনলাইনে পরিশোধ করতে হবে। প্রাথমিক ভর্তি শেষে ৮ থেকে ৯ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে মূল কাগজপত্র জমা দিতে হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় ভর্তি ফি দিয়ে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের।

0Shares