ঢাবিতে ৬০ শিক্ষার্থীর ভর্তির অনুমোদন খেলোয়াড় কোটায়


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৩, ২:৫৭ অপরাহ্ণ /
ঢাবিতে ৬০ শিক্ষার্থীর ভর্তির অনুমোদন খেলোয়াড় কোটায়
0Shares

জাতীয় পর্যায়ে বিভিন্ন খেলায় দক্ষতা অর্জনকারী ৬০ জন মেধাবী ক্রীড়াবিদ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে খেলোয়াড় কোটায় ভর্তির অনুমোদন দেয়া হয়েছে। খেলোয়াড় কোটায় ভর্তি সংক্রান্ত কমিটি এবং সংশ্লিষ্ট ডিনদের সুপারিশের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এক সভায় এই অনুমোদন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার মানোন্নয়ন, মানসম্মত খেলোয়াড় তৈরি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দক্ষ ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে খেলোয়াড় কোটায় শিক্ষার্থীদের ভর্তির সিদ্ধান্ত গৃহীত হয়।

 

0Shares