গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের বিষয়ে জরুরি নির্দেশনা জারি


Shikkha Songbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ণ /
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের বিষয়ে জরুরি নির্দেশনা জারি
0Shares

২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তিতে মাইগ্রেশনের বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়। দুই ধরনের মাইগ্রেশনপ্রক্রিয়া আগামীকাল রোববারের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে। গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী মাইগ্রেশনের প্রস্তুতি হিসেবে বর্তমানে চূড়ান্তভাবে ভর্তিকৃত শিক্ষার্থীরা দুই ধরনের মাইগ্রেশনের স্টপ প্রক্রিয়া ২৪ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে পারবেন।

প্রথমত, সাবজেক্ট মাইগ্রেশনের স্টপ সম্পন্ন করলে বর্তমানে যে বিষয়ে ভর্তি আছেন, সেই বিষয় ছাড়া কোনো বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো বিষয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন না।

দ্বিতীয়ত, ইউনিভার্সিটি মাইগ্রেশনের স্টপ সম্পন্ন করলে বর্তমানে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন, সেই বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন না। তবে বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ের পছন্দক্রমের অন্যান্য বিষয়ে মাইগ্রেশন চলমান থাকবে।

এদিকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ২ হাজার ১০০ আসন ফাঁকা আছে। এসব আসনে শিক্ষার্থী ভর্তি হননি। আগামী সোমবার টেকনিক্যাল কমিটি এসব ফাঁকা আসনে কীভাবে শিক্ষার্থী ভর্তি করানো যায়, সে বিষয়ে একটি পরিকল্পনা উপস্থাপন করবে। এরপর প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পন্ন করা হবে।

গত ২০ মে ‘বি’ ইউনিট, ২৭ মে ‘সি’ ইউনিট ও ৩ জুন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

0Shares