আইইইই’র জার্নাল ব্যবহারের সুযোগ পাবে ৩০ বিশ্ববিদ্যালয়
Shikkha Songbad
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৩, ৭:১৮ অপরাহ্ণ /
০
বিশ্বে প্রকৌশলীদের বৃহত্তম আন্তর্জাতিক সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মধ্যে সমঝোতা স্বারক সই হয়েছে। স্মারকের আওতায় দেশের ৩০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকরা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইইইই-এর ই-জার্নাল ও কনফারেন্স প্রসিডিংস ব্যবহার করার সুযোগ পাবেন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই করা হয়। ইউজিসি সচিব ফেরদৌস জামান এবং আইইইই-এর ইন্টারন্যাশনাল অ্যারিয়া ম্যানেজার কলিন ডি মেলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্বে) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, ইউজিসির ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং ট্রেনিং বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় উপস্থাপনা করেন ইউডিএল শাখার উপ-পরিচালক নুসরাত শারিতা।
স্মারক সইয়ের পর ড. মুহাম্মদ আলমগীর বলেন, সমঝোতা স্মারক সইয়ের ফলে দেশের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা আইইইই-এর ই-জার্নাল ও কনফারেন্স প্রসিডিংস প্রকাশনাসমূহে সহজ প্রবেশাধিকার পাবে। এর মাধ্যমে দেশের শিক্ষা-গবেষণার ক্ষেত্রে গুণগত মানোন্নয়ন এবং জ্ঞানের বিস্তার ঘটবে।
আপনার মতামত লিখুন :