ঢাবিতে ইন্টারন্যাশনাল রিলেশনে প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি, সিজিপিএ-২.৫ হলেই আবেদন


Shikkha Songbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৩, ৪:৪৭ অপরাহ্ণ / ৩৬
ঢাবিতে  ইন্টারন্যাশনাল রিলেশনে প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি, সিজিপিএ-২.৫ হলেই আবেদন
0Shares

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (ইন্টারন্যাশনাল রিলেশন) বিভাগে প্রফেশনাল মাস্টার ইন ইন্টারন্যাশনাল রিলেশন (পিএমআইআর-PMIR) সামার ২০২৩ প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদনের যোগ্যতা
  1. যেকোনো বিভাগে ব্যাচেলর ডিগ্রি
  2. ব্যাচেলরে সিজিপিএ–২.৫ বা ২য় বিভাগ
  3. আন্তর্জাতিক সম্পর্কে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাধারীদেরকে আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে
প্রোগ্রামটির বৈশিষ্ট্য
  1. তিন সেমিস্টারের কোর্স
  2. ৪৮ ক্রেডিট আওয়ারের ১২ কোর্স ইউনিট
  3. আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে রিসার্চ
  4. উইকেন্ড ক্লাস, শুক্রবার ও শনিবার
যা লাগবে
  1. সঠিকভাবে পূরনকৃত আবেদনপত্র
  2. ১০০০ টাকা আবেদন ফি
  3. সত্যায়িত একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  4. ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
  5. আবেদনপত্র ডাউনলোডের ঠিকানা: duir.ac.bd/wp-content/uploads/2023/08/PMIR-Form.pdf
গুরুত্বপূর্ণ তারিখ
  1. ভর্তির আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর
  2. লিখিত পরীক্ষার তারিখ: ২৯ সেপ্টেম্বর
  3. ফলাফল প্রকাশ: ৩০ সেপ্টেম্বর
  4. ক্লাস শুরু: ৬ অক্টোবর
যোগাযোগ

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, ৫ম তলা, ঢাকা বিশ্ববিদ্যালয়

  1. ফোন: 9661920-73 (সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত)
  2. মোবাইল: 01871542055, 01715057819, 01922113262 (সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত)
0Shares