বিআইসিএমতে পুঁজিবাজার বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমায় (পিজিডি) ভর্তি শুরু


Shikkha Songbad প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৩, ৭:১৭ অপরাহ্ণ / ৩৪
বিআইসিএমতে পুঁজিবাজার বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমায় (পিজিডি) ভর্তি শুরু
0Shares

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) পুঁজিবাজার বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমায় (পিজিডি) শিক্ষার্থী ভর্তি করা হবে। এ জন্য ফল ২০২৪ সেমিস্টারে শিক্ষার্থী ভর্তিতে আবেদন আহ্বান করেছে বিআইসিএম। ২৪তম ব্যাচের দুই সেমিস্টারের এই কোর্সে ভর্তিতে আগ্রহী প্রার্থীরা ২৭ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিআইসিএম প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি সেমিস্টারে চারটি ধরে মোট আটটি বিষয়ে পড়ানো হবে এই কোর্সে।

প্রথম সেমিস্টারের বিষয় : –

*ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিং
*বেসিক স্ট্যাটিস্টিকস
*ম্যানেজারিয়াল ফিন্যান্স
*ফিন্যান্সিয়াল মার্কেট অ্যান্ড ইনস্টিটিউশন

দ্বিতীয় সেমিস্টারের বিষয় :-

*সিকিউরিটিস অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট;
*ইনভেস্টমেন্ট ব্যাংকিং;
*ক্যাপিটাল মার্কেট অপারেশনস;
*সিকিউরিটিস ল’স;

আবেদন যেভাবে :-

ইন্টারনেট ব্রাউজারে প্রবেশ করে https://bicm.ac.bd/payment2/ ক্লিক করে আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষা কবে :- 

আগামী ১ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ক্লাস শুরু কবে :- 

এ কোর্সের ক্লাস ১৭ সেপ্টেম্বরে শুরু হবে।
ভর্তি বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্য https://bicm.ac.bd/diploma/# ক্লিক করুন।

0Shares