রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২১, ১২:৩৪ অপরাহ্ণ / ২৯১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
0Shares

‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে https://admission.ru.ac.bd/undergraduate/ গিয়ে ইউনিট ও পরীক্ষার রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন। এই ইউনিটে প্রায় দুই হাজার আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধাক্রম অনুযায়ী নয় হাজার শিক্ষার্থীর তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাঁদের ১৩ থেকে ১৬ অক্টোবরের মধ্যে অনলাইনে সাবজেক্ট চয়েস ফরম পূরণ করতে হবে। ১৮ ও ১৯ অক্টোবর মেধাক্রমে স্থান পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার কক্ষে পরিদর্শকের স্বাক্ষর করা প্রবেশপত্র, সাবজেক্ট চয়েস ফরমের প্রিন্ট কপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট এবং এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।
সাক্ষাৎকারের ভিত্তিতে ২৪ অক্টোবর ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাঁদের ভর্তি কার্যক্রম ২৫ থেকে ২৮ অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে হবে।

0Shares