ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১১ অক্টোবর

চলমান করোনা ভাইরাসের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। রোববার (১৮ জুলাই) একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়। আগামী ৩০ জুলাই ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. রেজওয়ানুল হক খান।

তিনি বলেন, ঈদের পর সরকার ১৪ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে। ফলে ভর্তি পরীক্ষা পেছানো ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। আজ আমাদের একটি সভা ছিল। সভায় সর্বসম্মতিক্রমে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে।

ড. রেজওয়ানুল হক খান আরও বলেন, আগামী ১১ অক্টোবর ঢাবির আইবিএর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া আজ থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু করার কথা থাকলেও সেটিও স্থগিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here