সাত কলেজের বিভিন্ন কোটায় আবেদনকারীদের সাক্ষাৎকারের সময়সূচি প্রকাশ


Shikkha Songbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৪, ৬:১২ অপরাহ্ণ /
সাত কলেজের বিভিন্ন কোটায় আবেদনকারীদের সাক্ষাৎকারের সময়সূচি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের সাক্ষাৎকারের সময়সূচী প্রকাশিত হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এ সময়সূচী প্রকাশিত হয়।

বিজ্ঞান ইউনিট বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মুক্তিযোদ্ধা কোটা, শুক্রবার (২০ সেপ্টেম্বর) প্রতিবন্ধী কোটা এবং উপজাতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা, হরিজন ও দলিত সম্প্রদায়, ওয়ার্ড কোটার সাক্ষাৎকারে সময়সূচী নির্ধারণ করা হয়।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপজাতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা, হরিজন ও দলিত সম্প্রদায়, ওয়ার্ড কোটা এবং শুক্রবার (২০ সেপ্টেম্বর) মুক্তিযোদ্ধা কোটার সাক্ষাৎকারে সময়সূচী নির্ধারণ করা হয়।

বাণিজ্য ইউনিট শনিবার (২১ সেপ্টেম্বর) উপজাতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা, হরিজন ও দলিত সম্প্রদায়, ওয়ার্ড কোটা এবং মুক্তিযোদ্ধা কোটার সাক্ষাৎকারে সময়সূচী নির্ধারণ করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র:

১. ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
২. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মূল নম্বরপত্র।
৩. মুক্তিযোদ্ধার মূল সনদপত্র।
৪. মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক প্রমাণের জন্য কাগজপত্র। ইউনিয়ন অথবা সিটি কর্পোরেশন অথবা উপজেলা বা জেলা প্রশাসন প্রদত্ত সনদ।
৫. ওয়ার্ড কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস প্রধান কর্তৃক মূল প্রত্যয়নপত্র।
৬. উপজাতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে জেলা প্রশাসক অথবা উপজাতি প্রধান অথবা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রধান কর্তৃক ইস্যুকৃত সনদপত্র।
৭. দৃষ্টি, বাক, শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত মূল আইডি।
৮. হরিজন ও দলিল সম্প্রদায়ের ক্ষেত্রে জেলা প্রশাসক অথবা হরিজন ও দলিল সম্প্রদায়ের প্রধানের সনদপত্র।
৮. অনলাইন বিষয় ও কলেজ পছন্দক্রমের প্রিন্টকৃত কপি।