জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী এ পরীক্ষা ২০ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ১২ ডিসেম্বর। নতুন এ সময়সূচি অধিভুক্ত সব কলেজ অধ্যক্ষকে পাঠানো হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয় এ সময়সূচি প্রকাশ করে।
প্রকাশিত সময়সূচিতে দেখা গেছে, গণিত, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ও উচ্চাঙ্গ সংগীত বিষয়ের পরীক্ষা প্রথম দিনে অনুষ্ঠিত হবে।
ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় পরীক্ষার্থীরা নিজ দায়িত্বে জেনে নেবেন। ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র ফি সংশ্লিষ্ট কেন্দ্রে জমা দিতে হবে।
এ ছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের নির্দেশনা দিয়েছে, পরীক্ষা চলাকালীন অন্তত তিনবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করেত হবে। কোনো বিজ্ঞপ্তি ডাকযোগে পাঠানো হবে না। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়া অন্য কোনো সোশ্যাল মিডিয়ার বিজ্ঞপ্তি গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়।
আপনার মতামত লিখুন :