ষোড়শ সহকারী জজ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ


Shikkha Songbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৩, ৭:৪৩ পূর্বাহ্ণ /
ষোড়শ সহকারী জজ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদে (সহকারী জজ) নিয়োগের উদ্দেশে গৃহীত ষোড়শ বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মেধাক্রম অনুসারে ১০৪ জনকে সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ ও মনোনীত করা হয়েছে।

আজ রোববার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক জেলা ও দায়রা জজ শরীফ এ এম রেজা জাকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদে (সহকারী জজ) নিয়োগের উদ্দেশে গৃহীত ১৬শ বিজেএস পরীক্ষা, ২০২৩ এ সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ ও মনোনীত ১০৪ জন প্রার্থীর রোল নম্বরসমূহ মেধাক্রম অনুসারে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য প্রকাশ করা হলো।

মেধাক্রম অনুসারে সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ ও মনোনীত রোল নম্বরসমূহ দেখতে লিংকে ক্লিক করুন

উল্লেখ্য, ৯৯তম থেকে ১০৪তম মেধা অধীকারী প্রার্থী একই নম্বরপ্রাপ্ত হওয়ায় নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১০০ জন প্রার্থীর সাথে অতিরিক্ত চার জন প্রার্থীসহ ১০৪ জনকে মনোনীত করা হয়েছে।

কোন প্রার্থী অসত্য তথ্য প্রদান বা তথ্য তথ্য গোপন করলে বা তাঁর যোগ্যতার ঘাটতি থাকলে বা আবেদনপত্রে অন্য কোন গড়মিল পরিলিক্ষিত হলে তাঁর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

একইসঙ্গে স্বাস্থ্য পরীক্ষা অথবা প্রাক-পরিচয় যাচাই প্রতিবেদনে (Police Verification) কোনো প্রার্থী অযোগ্য ঘোষিত/বিবেচিত হলে ওই প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য পার্থীদের উপস্থিতির স্থান ও তারিখ নির্ধারণ পূর্বক যথাসময়ে দৈনিক পরীক্ষা, কমিশনের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রচার করা হবে।

এছাড়া সাময়িক মনোনয়নকে নিয়োগপ্রাপ্তির অধিকার হিসেবে দাবী করা যাবে না। প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে বা যুক্তিসঙ্গত প্রয়োজনে কমিশন তা পরিবর্তন, পরিবর্ধন কিংবা সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় (বিজেএসসি) সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এরপর গত ১৮ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকাস্থ ৩টি কেন্দ্রে একযোগে ১৬শ বিজেএস -এর প্রাথমিক (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরদিন ১৯ মার্চ প্রাথমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী পরীক্ষায় ১ হাজার ৮২ জন উত্তীর্ণ হন। প্রিলিমিনারি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা মে মাসে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

লিখিত পরীক্ষায় ৬১৯ জন উত্তীর্ণ হন। পরে গত ২ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত কমিশন সচিবালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন ধাপের পরীক্ষা সম্পন্নের পর মেধাক্রম অনুসারে ১০৪ জনকে সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ ও মনোনীত করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হলো।