বাউবি এইচএসসি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির সময় পুনরায় বৃদ্ধি


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৩, ৬:০৫ অপরাহ্ণ /
বাউবি এইচএসসি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির সময় পুনরায় বৃদ্ধি
0Shares

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)’র অধীনে পরিচালিত এইচএসসি প্রোগ্রাম ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির সময় পুনরায় বৃদ্ধি করা হয়েছে। আগামী ২০-১০-২০২৩ ইং তারিখ পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে।

আবেদনের নিয়ম :

আগ্রহীদের অনলাইনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ প্রদত্ত তথ্য পূরণ করে বিকাশ/রকেট/শিওরক্যাশ এর মাধ্যমে বাউবি নির্ধারিত ফি ও সংশ্লিষ্ট চার্জ প্রদান করতে হবে।

ট্রানজিকশন আইডি ও মোবাইল নম্বর নির্দিষ্ট স্থানে পূরণ করে Submit বাটনে ক্লিক করলে একটি SMS ও e-mail এ “payment successful” ম্যাসেজ পাওয়ার মাধ্যমে Online ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

Successful ম্যাসেজ পাওয়ার ক্ষেত্রে কোন রকম সমস্যা হলে হলে ৩ কার্যদিবসের মধ্যে OSAPS এর হেল্পলাইন নম্বরে অবহিত করতে হবে। অনলাইনে ভর্তির আবেদন করার শেষ তারিখের ৩ কার্যদিবসের পর কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

প্রাপ্ত Temporary ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রদর্শিত পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত (সমন্বয়কারী কর্তৃক) সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ এবং পাসপোর্ট সাইজ ছবি স্ট্যাডি সেন্টারে সমন্বয়কারীর নিকট জমা দিতে হবে। অনলাইন আবেদন ও সনদপত্রসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট স্ট্যাডি সেন্টারের সমন্বয়কারীর নিকট জমা প্রদানের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

ভর্তির যোগ্যতা :

এসএসসি/দাখিল/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

অনলাইনে আবেদনের জন্য ক্লিক করুন এখানে

বিস্তারিত জানতে বাউবি প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন এখানে

0Shares