বশেমুরকৃবিতে এমএস ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৩, ১১:০১ অপরাহ্ণ /
বশেমুরকৃবিতে এমএস ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
0Shares

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে উইন্টার ২০২৩ টার্মে কোর্স ক্রেডিট পদ্ধতির অধীনে এমএস ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি প্রকাশ করা হয়েছে। ২০২৪ সালের ১১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। বিদেশি শিক্ষার্থী যে কোনো সময় আবেদন করতে পারবেন।

যে সব বিষয়ে আবেদন করতে পারবেন:

এমএস প্রোগ্রাম: 

কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন; এগ্রোমেটেরিওলজি; কৃষিতত্ত্ব; বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং; ফসল উদ্ভিদবিদ্যা; এনভাইরনমেন্টাল সায়েন্স; কীটতত্ত্ব; ফুড ইঞ্জিনিয়ারিং; কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন; উদ্যানতত্ত্ব; উদ্ভিদ রোগতত্ত্ব; মৃত্তিকা বিজ্ঞান; বীজ বিজ্ঞান ও প্রযুক্তি; অ্যাকোয়াকালচার, ফিশারিজ বায়োলজি এন্ড অ্যাকোয়াটিক এনভাইরনমেন্ট; ফিশারিজ ম্যানেজমেন্ট; ফিশারিজ টেকনোলজি; জেনেটিক্স অ্যান্ড ফিশ ব্রিডিং; অ্যানিম্যাল ব্রিডিং এন্ড জেনেটিক্স; অ্যানাটমি, অ্যানিম্যাল সায়েন্স, অ্যানিম্যাল নিউট্রিশন; ডেয়রি সায়েন্স; পোল্ট্রি সায়েন্স; মেডিসিন; প্যাথলজি; ফার্মাকোলজি; ফিজিওলজি; সার্জারি; থেরিওজেনোলজি; এগ্রিবিজনেস; কৃষি অর্থনীতি; কৃষিবনায়ন ও পরিবেশ।

পিএইচডি প্রোগ্রাম:

কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন; কৃষিতত্ত্ব; বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং; ফসল উদ্ভিদবিদ্যা; এনভাইরনমেন্টাল সায়েন্স; কীটতত্ত্ব; কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন; উদ্যানতত্ত্ব; উদ্ভিদ রোগতত্ত্ব; মৃত্তিকা বিজ্ঞান; বীজ বিজ্ঞান ও প্রযুক্তি; কৃষিবনায়ন ও পরিবেশ।

২৪ ডিসেম্বর থেকে আবেদনপত্র বিতরণ শুরু হবে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১১ জানুয়ারি।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrau.edu.bd এ পাওয়া যাবে।

ভর্তি বিজ্ঞপ্তি দেখুন নিচে : 

0Shares