এনটিআরসিএ সনদ যাচাইয়ে নতুন পদ্ধতি


Shikkha Songbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৪, ৫:৫১ অপরাহ্ণ /
এনটিআরসিএ সনদ যাচাইয়ে নতুন পদ্ধতি

এনটিআরসিএর দেওয়া প্রত্যয়ন পত্র বা সনদ যাচাই করতে আর ঝামেলা পোহাতে হবে না। ২০০৫ খ্রিষ্টাব্দ থেকে চালু হওয়া পদ্ধতিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক নিবন্ধিত প্রার্থীদের দেওয়া সনদ যাচাই করতে হয় এনটিআরসিএকেই। কিন্তু গতকাল রোববার নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এনটিআরসিএর ওয়েবসাইটে থাকা লিংকের মাধ্যমে যে কেউ সনদের সত্যতা যাচাই করতে পারবে। লিংকটা দেবে  টেলিটক। গতকাল এনটিআরসিএর ১০১ তম নির্বাহী বোর্ডের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী টেলিটকের দেওয়া লিংকে গিয়ে প্রার্থীরা নিজেরাই দেখতে পারবেন।