প্রাথমিকে শিক্ষার্থী উপস্থিতির তথ্য পাঠানোর নির্দেশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২১, ৭:২৯ অপরাহ্ণ / ৩৫৫
প্রাথমিকে শিক্ষার্থী উপস্থিতির তথ্য পাঠানোর নির্দেশ
0Shares

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দৈনিক উপস্থিতি প্রতিবেদন পাঠাতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। রবিবার (১২ সেপ্টেম্বর) বিভাগীয় উপপরিচালকদের এই নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর।

নির্দেশনায় জানানো হয়, কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের আলোকে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়গুলোয় রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে রুটিন অনুযায়ী সরাসরি শ্রেণি পাঠদান শুরু হয়েছে। প্রতিদিন বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী সরাসরি পাঠদানে উপস্থিত রয়েছে সে সম্পর্কিত তথ্য প্রয়োজন। প্রত্যেক বিভাগের জেলাভিত্তিক তথ্য সমন্বয় করে নির্ধারিত ছক অনুযায়ী পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

নির্ধারিত ছকে দুই শিফটের জন্য চাওয়া প্রতিবেদনে সংখ্যা আলাদাভাবে ছাত্রছাত্রীর সংখ্যা উপস্থিতির সংখ্যা, উপস্থিতির শতকরা হার উল্লেখ করতে বলা হয়েছে।

0Shares