বিএসএমএমইউ’র ২০২১ শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রামের (ফেজ-এ) এমডি ও এমএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২০, ৭:৪৩ অপরাহ্ণ / ৪২৪
বিএসএমএমইউ’র ২০২১ শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রামের (ফেজ-এ) এমডি ও এমএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
0Shares

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত মেডিকেল কলেজ, ইনস্টিটিউটসহ প্রতিষ্ঠানগুলোর মার্চ-২০২১ শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রামের (ফেজ-এ) এমডি ও এমএস কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

গত শুক্রবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ৫টি অনুষদে ১ হাজার ৪৮টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ৮ হাজার ৪৯৮ জন। ওই দিন সন্ধ্যায় পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmmu.edu.bd) প্রকাশ করা হয়েছে। পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে সাঁটানো হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া ভর্তি পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় সহ–উপাচার্য (শিক্ষা) সাহানা আখতার রহমান, সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ রফিকুল আলম, সহ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) মো. জাহিদ হোসেন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন খন্দকার মানজারে শামীম, শিশু অনুষদের ডিন চৌধুরী ইয়াকুব জামাল, ডেন্টাল অনুষদের ডিন গাজী শামীম হাসান, নার্সিং অনুষদের ডিন মো. মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার এ বি এম আবদুল হান্নান, প্রক্টর সৈয়দ মোজাফফর আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুল হাকিম উপস্থিত ছিলেন।

0Shares