এনইউ’র প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির ২য় রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশ রোববার


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২০, ৫:৩৫ অপরাহ্ণ / ২৭৫
এনইউ’র প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির ২য় রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশ রোববার
0Shares

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তির ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা আগামী রোববার (২০ ডিসেম্বর) প্রকাশ করা হবে। এদিন বিকেল ৪টায় মেধাতালিকা প্রকাশিত হওয়ার কথা আছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০ ডিসেম্বর বিকেল ৪টা থেকে এসএমএসের মধ্যেমে ফল পাবেন শিক্ষার্থীরা। এসএমএসের মাধ্যমে ফল জানতে nuatmproll নম্বর টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। একইদিন ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) এ রাত ৯টা থেকে মেধাতালিকা পাওয়া যাবে। রিলিজ স্লিপের মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের কোন সুযোগ থাকবে না।

অন্য কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যয়নরত কোন শিক্ষার্থী ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি হতে পারবে না। দ্বৈত ভর্তি কোনভাবেই গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

0Shares