জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনার্স ৪র্থ বর্ষ ও মাস্টার্স ২য় সেমিস্টার চুড়ান্ত পরীক্ষা ২০ ডিসেম্বর শুরু


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২০, ৭:৪৩ অপরাহ্ণ / ৬২৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনার্স ৪র্থ বর্ষ ও মাস্টার্স ২য় সেমিস্টার চুড়ান্ত পরীক্ষা ২০ ডিসেম্বর শুরু
0Shares

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনার্স ৪র্থ বর্ষ (২য় সেমিস্টার) ও মাস্টার্স (২য় সেমিস্টার) শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা ২০ ডিসেম্বর থেকে শুরু হবে।

সোমবার (৭ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এর সভাপতিত্বে ডিনস কমিটির এক সভা উপাচার্য-এর সভা কক্ষে অনুষ্ঠিত হয়।সভায় স্নাতক-মাস্টার্স শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার ব্যাপারে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, স্বাস্থ্যবিধি মেনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত বিভাগের ছাত্র-ছাত্রী অনার্স ৪র্থ বর্ষ ২য় সেমিস্টার এবং মাস্টার্স ২য় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার জন্য অপেক্ষাধীন রয়েছেন,তাদের আগামী ২০ ডিসেম্বর,২০২০ তারিখ থেকে অনুষ্ঠিত হবে।

আরও জানানো হয়, শিক্ষার্থীদের নিজস্ব ব্যবস্হাপনায় বিশ্ববিদ্যালয়ের যাতায়াত করতে হবে।

উল্লেখ্য যে,গত ১৭ মার্চ,২০২০ থেকে করোনা মহামারীর কারনে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। শেষ বর্ষের পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীরা বিভিন্ন চাকরিতে আবেদন করতে পারছিলো না,যার প্রেক্ষিতে তারা পরীক্ষা নেয়ার জন্য আন্দোলন করার জন্য তৈরি হচ্ছিল।

0Shares