হাবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শর্তসাপেক্ষে অফিস খোলা


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুন ১৭, ২০২০, ৭:৪২ অপরাহ্ণ / ৩৬৭
হাবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শর্তসাপেক্ষে অফিস খোলা
0Shares

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিস্তার রোধকল্পে ও পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনার প্রেক্ষিতে আজ মঙ্গল্বার (১৬ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক।

এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ জুন ২০২০ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও আবাসিক হলসমূহ বন্ধ থাকবে এবং শর্তসাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহ (উপাচার্য সচিবালয়, রেজিস্ট্রার কার্যালয়, ডিন অফিস, আইআরটি, অর্থ ও হিসাব, অডিট সেল, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস, জনসংযোগ ও প্রকাশনা, পরীক্ষা নিয়ন্ত্রণ শাখা, প্রক্টর অফিস, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ) সীমিত পরিসরে খোলা রাখার প্রশাসনিক আদেশ জারি করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ে জরুরি সেবা যথারীতি চালু থাকবে। বয়স্ক, ঝুঁকিপূর্ণ, অসুস্থ কিংবা সন্তানসম্ভবা নারীগণ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কর্মস্থলে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণকে কর্মস্থল (দিনাজপুর) ত্যাগ না করার জন্য বলা হয়েছে এবং কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বহিরাগত কোনো ব্যক্তিকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করতে নির্দেশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

0Shares