প্রাথমিকে শিক্ষক নিয়োগ, প্রবেশপত্র ডাউনলোড না হলে যা করবেন


Shikkha Songbad প্রকাশের সময় : জানুয়ারি ২৯, ২০২৪, ৭:৪১ অপরাহ্ণ /
প্রাথমিকে শিক্ষক নিয়োগ, প্রবেশপত্র ডাউনলোড না হলে যা করবেন
0Shares

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় ধাপে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তারা শনিবার (২৭ জানুয়ারি) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন। তবে যারা প্রবেশপত্র ডাউনলোড করতে সমস্যায় পড়ছেন তাদের এ সংক্রান্ত সমস্যা সমাধানে হটলাইন চালু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, চাকরিপ্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড থেকে শুরু করে পরীক্ষা সংক্রান্ত যেকোনো সমস্যা নিয়ে জানতে এ হটলাইন নম্বরে কল দিতে পারবেন।

অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) নাসরিন সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের (রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ) ৩ বিভাগের ২২ জেলার পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষায় সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য নিয়োগ শাখায় একটি হটলাইন চালু করা হয়েছে।

হটলাইন নম্বরটি হলো: ০২-৫৫০৭৪৯২৮

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত জটিলতায় পড়লে এ হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি টেলিটকের নিকটস্থ কাস্টমার কেয়ারে যোগাযোগ করেও সমস্যা জানাতে পারবেন।

0Shares