প্রাথমিকের প্রথম ধাপের মৌখিক পরীক্ষা জানুয়ারিতে


Shikkha Songbad প্রকাশের সময় : জানুয়ারি ১১, ২০২৪, ১২:৫৮ অপরাহ্ণ /
প্রাথমিকের প্রথম ধাপের মৌখিক পরীক্ষা জানুয়ারিতে
0Shares

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছে। এই প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৫ থেকে ৩০ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন আগামী ১৫ থেকে ৩০ জানুয়ারির মধ্যে প্রথম ধাপের মৌখিক পরীক্ষা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে। প্রার্থীদের মৌখিক পরীক্ষা সংশ্লিষ্ট জেলায় অনুষ্ঠিত হবে। অধিদপ্তরের একজন প্রতিনিধি সেখানে উপস্থিত থাকতে পারেন।

জানা গেছে, গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন ১৮ জেলায় লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ এবং কেন্দ্রের সংখ্যা ছিল ৫৩৫টি। লিখিত পরীক্ষা শেষ হওয়ার ১০ কার্যদিবসের পূর্বেই ফল প্রকাশ করল অধিদপ্তর।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, ‘প্রথম ধাপের মৌখিক পরীক্ষা শুরুর জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা আমরা পেয়েছি। খুব দ্রুত সময়ের মধ্যে মৌখিক পরীক্ষা শুরুর তারিখ জানিয়ে দেওয়া হবে।’

0Shares