প্রাথমিকে ২ লাখ ৩৮ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৩, ৮:২০ অপরাহ্ণ /
প্রাথমিকে ২ লাখ ৩৮ হাজার  শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে
0Shares

গত এক যুগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। রবিবার (২২ অক্টোবর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। চট্টগ্রাম-১১ আসনের এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০০৯-২০২২ মেয়াদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ৫ হাজার ২০৫ জন প্রধান শিক্ষক এবং ২ লাখ ৩৩ হাজার ৩৭৪ জন সহকারী শিক্ষকসহ ২ লাখ ৩৮ হাজার ৫৭৯জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেওয়া হয়েছে।

এ সময়ে ২৬ হাজার ৩৫৩টি বেসরকারি ও রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটিতে একজন করে প্রধান শিক্ষক ও ৪ জন করে সহকারী শিক্ষক হিসেবে সর্বমোট ১ লাখ ৩১ হাজার ৭৬৫টি পদ সরকারিকরণ করা হয়েছে।

0Shares