تنظيم المدارس الدينية بنغلاديش
|
|
![]() অফিসিয়াল লোগো
|
|
সংক্ষেপে | তানযীম |
---|---|
প্রতিষ্ঠাকাল | ৩ এপ্রিল ১৯৯৫ |
প্রতিষ্ঠাতা | মুফতি আবদুর রহমান |
সদরদপ্তর | তানযীম ভবন, বগুড়া জামিল মাদ্রাসা |
দাপ্তরিক ভাষা
|
বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফারসি |
সভাপতি
|
আরশাদ রহমানি |
সহ-সভাপতি
|
মাহমুদ আলম |
সহ-সভাপতি
|
মুহাম্মদ ইউনুস |
পরীক্ষা নিয়ন্ত্রক
|
আব্দুল হক হক্কানি |
প্রধান প্রতিষ্ঠান
|
আল হাইআতুল উলয়া |
২০০৮ সালের ৮ এপ্রিল মজলিসে শুরার বৈঠকে বোর্ডের কার্যাদি সুচারুরূপে ও সুশৃংখলভাবে পরিচালিত হওয়ার জন্য একটি গঠনতন্ত্র অনুমোদিত হয় এবং তা মুদ্রিত হয়।
কওমি মাদ্রাসার সাথে জঙ্গিবাদের সংশ্লিষ্টতা নিয়ে সারাদেশে আলোচনা শুরু হলে ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি তানযীম বোর্ড বগুড়ায় একটি সম্মেলনের আয়োজন করে। এই সম্মেলনে দেড় হাজারের অধিক প্রতিষ্ঠানের দায়িত্বশীল যোগদান করে। উক্ত সম্মেলনের ঘোষিত হয়, “সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে কওমি মাদ্রাসার আলেম-উলামাদের কোনো সম্পর্ক অতীতে ছিল না, এখনও নেই। থাকার প্রশ্নই আসে না। কেননা ইসলাম সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে।
সূত্র : উইকিপিডিয়া
আপনার মতামত লিখুন :