প্রাথমিক শিক্ষক নিয়োগের চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল


Shikkha Songbad প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ২:৩০ অপরাহ্ণ /
প্রাথমিক শিক্ষক নিয়োগের চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত শূন্য পদের তথ্য সংগ্রহ করা হলেও চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে যতগুলো শূন্য পদ রয়েছে তা চলমান তিন ধাপের নিয়োগ পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করা হবে। এক্ষেত্রে তিন ধাপে যত পদের কথা উল্লেখ করা হয়েছে। তার চেয়েও বেশি প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। সেজন্য পদের অতিরিক্ত প্রার্থীকে চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হতে পারে।

ওই সূত্র আরও জানায়, একটি বিজ্ঞপ্তি প্রকাশ হলে অনেক প্রার্থী আবেদন করেন। এতে তাদের আর্থিক ক্ষতিসহ নানা ভোগান্তিতে পড়তে হয়। সেজন্য চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না। নতুন করে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হলেও চলমান নিয়োগ থেকেই এই পদগুলো পূরণ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন, চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না। ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত যতগুলো শূন্যপদ পাওয়া যাবে সবগুলোই চলমান নিয়োগ থেকে পূরণ করা হবে।