শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে : আইন বিভাগ চালুর দাবী


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ণ /
শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে : আইন বিভাগ চালুর দাবী

অবশেষে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার প্রান্তে মেহেরপুর বিশ্ববিদ্যালয়। সব ঠিক থাকলে আসন্ন সেশনে দুটি করে সাবজেক্ট দিয়ে পাঠদান শুরু করবে মেহেরপুর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি “মেহেরপুর প্রতিদিন” আয়োজিত ‘শিক্ষা ভাবনা’ নামক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসে এমনটাই জানান মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. শেখ বখতিয়ার উদ্দিন।

তিনি জানান, অনেক দিনের অক্লান্ত পরিশ্রমের পর আমরা একটি সুসংবাদ পেয়েছি। প্রাথমিকভাবে আমরা আসন্ন শিক্ষা বর্ষ থেকে দুটি করে সাবজেক্ট চালুর অনুমতি পাচ্ছি।যদিও ইউজিসির চূড়ান্ত চিঠি আমরা এখনও হাতে পাইনি তবে আপনারা জেনে খুশি হবেন ইউজিসির মাসিক আলোচনা সভা শেষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিশ্ববিদ্যালয় এবং বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কে আসন্ন সেশন থেকে দুটি করে সাবজেক্ট খোলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এমতাবস্থায় শীঘ্রই আমরা ইউজিসি থেকে চূড়ান্ত চিঠি পেয়ে যাব বলে আশা রাখছি।

তবে কি কি সাবজেক্ট চালু হবে তা এখনো চূড়ান্ত হয়নি। ইউজিসি থেকে চূড়ান্ত চিঠি পাওয়ার পর সেখানে দেওয়া তাদের নির্দেশনা অনুযায়ী সাবজেক্ট এর লিস্ট তাদের কাছে পাঠানো হবে এবং ইউজিসি থেকে তখন দুটি সাবজেক্ট চূড়ান্ত করে দেওয়া হবে। তবে খুশির সংবাদ এটা যে এতকিছুর পরে আমরা অবশেষে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর দ্বারপ্রান্তে।

ভর্তি কার্যক্রম শুরুর বিষয়ে ভার্সিটি প্রশাসনের সাথে যোগাযোগ করলে তারা জানান, খুব শীঘ্রই আমরা ইউজিসি থেকে চূড়ান্ত চিঠি পাবো, এবং সেই চিঠি পেলে তখন আমরা প্রেস ব্রিফিং এর আয়োজনের মাধ্যমে বিস্তারিত সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দিবো। তার জন্য আপনাদেরকে আরো কিছুসময় অপেক্ষা করতে হবে।

এই বিষয় মেহেরপুর বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক এবং মেহেরপুর জেলার সাধারণ শিক্ষার্থীদের অনুভূতি জানতে চাওয়া হলে তারা জানান,

অবশেষে মেহেরপুর বিশ্ববিদ্যালয় চালু হচ্ছে নিউজটা শুনে আমরা খুবই আনন্দিত। আশা করি আর কোন বাধা বিপত্তি থাকবে না এবং আসন্ন সেশন থেকে আমাদের বিশ্ববিদ্যালয় টি আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করবে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের অংশ হওয়ার।

কেমন সাবজেক্ট তার চান এমন প্রশ্ন করা হলে সরকারি কলেজের সাবেক শিক্ষার্থীরা বলেন, যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় প্রথম সেশনে বিভিন্ন কারণবশত মাত্র দুটি সাবজেক্ট চালুর সুযোগ পাবে তাই সাবজেক্টগুলো যেন যুগোপযোগী এবং এমন হয় যেগুলোতে সকল বিভাগের শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে ভর্তি হতে পারবে। অর্থাৎ সে সকল সাবজেক্ট চালু করা হোক যেগুলো সাইন্স, আর্টস, কমার্স সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয় থেকে যে ৫টি সাবজেক্ট ইউজিসির কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, সেগুলো সম্পর্কে তারা অবগত, সাবজেক্ট গুলো প্রত্যেকটিই যুগোপযোগী তবে সকল কিছু পর্যালোচনা করে আমাদের মনে হয়েছে প্রথম সেশনে চালুর জন্য ‘আইন’ সাবজেক্টটি সেরা।

কারণ স্বরুপ তারা বলেন, প্রথমত এটি একটি যুগোপযোগী এবং উচ্চ চাহিদাসম্পন্ন সাবজেক্ট যা যেকোন বিশ্ববিদ্যালয়ের টপ সাবজেক্টগুলির একটি হিসেবে পরিগনিত হয়।

দ্বিতীয়ত, যেহুতু প্রথম বর্ষে একটা অবকাঠামোগত সমস্যা থাকতে পারে,যেটা মূলত প্র্যাকটিকাল বেস্ড সাবজেক্ট গুলির জন্য বাধা, এক্ষেত্রে আইন বিভাগ সেরা অপশন। যেখানে এরকম সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা খুবই কম।

তৃতীয়ত এবং পরিশেষে, এটা এমন একটা সাবজেক্ট যেখানে বিভাগের কোনো বাধা নেই অর্থাৎ প্রতিটা বিভাগের শিক্ষার্থীদের জন্য এটি উন্মুক্ত তাই এখানে সকলেই কিন্তু মেধার ভিত্তিতে পড়ার সুযোগ পেতে পারে। যেটা মূলত আমাদের প্রথম দাবির সাথেই সম্পুর্ন সামঞ্জস্যপূর্ণ।

তাই আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ও ইউজিসি প্রশাসনকে আকুল আর্জি জানাই যেন আমাদের এই বিশ্ববিদ্যালয়ে প্রথম সেশন থেকেই আইন বিভাগ চালু করা হয়।

শিক্ষার্থীরা মাননীয় ভিসি মহোদয় তথা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তাদের সকল বিভাগের জন্য উন্মুক্ত ও যুগোপযোগী সাবজেক্ট চালুর দাবি টি যেন প্রশাসন সদয় বিবেচনা করে সেই অনুরোধ জ্ঞাপন করেন।

আমাদের ফেসবুক পেজে দেখুন