শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, তাপপ্রবাহের কারণে বেশ কয়েক দিন বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। ওই সময়ের শিখন ঘাটতি পূরণে শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রণালয়। তবে আসন্ন ঈদুল আজহার পর তা আর থাকছে না।
আজ রবিবার (১২ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘যেহেতু তাপপ্রবাহের কারণে প্রায় ৯টি কর্মদিবস পাইনি, সেহেতু চেষ্টা করছি আপাতত শনিবার একটি ব্যবস্থা করে কর্মদিবসগুলো যেন পাই। তবে এটি স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়। শিক্ষক ও শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে। শিক্ষার্থীরা বাড়ির কাজ যথাযথভাবে করছে কি না, সেটার জন্য সময় পাচ্ছে কি না সেটাও দেখার দরকার আছে।
তিনি আরো বলেন, ‘অতিমাত্রায় চাপ দিয়ে প্রতিদিন তাদের শ্রেণিকক্ষে রেখে আমরা অনেক বেশি শিখন ফল অর্জন করব তা কিন্তু নয়। এটা একটি সাময়িক বিষয়। আমরা আশা করছি আগামী ঈদুল আজহার পরে হয়তো বা চালিয়ে যেতে হবে না। এটা আমরা অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত নেব।
আপনার মতামত লিখুন :