কারিগরিতে উপবৃত্তির আওতায় আনার উদ্যোগ নিচ্ছে ৮০ হাজার শিক্ষার্থীকে


Shikkha Songbad প্রকাশের সময় : মে ২৩, ২০২৪, ৮:১৮ অপরাহ্ণ /
কারিগরিতে উপবৃত্তির আওতায় আনার উদ্যোগ নিচ্ছে ৮০ হাজার শিক্ষার্থীকে
0Shares

মাধ্যমিক স্কুল, কলেজের মতো কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার। ৬ষ্ঠ থেকে চার বছর মেয়াদী ডিপ্লোমা ৭ম পর্ব পর্যন্ত শিক্ষার্থীরা এ বৃত্তি পাবেন। সম্প্রতি অনুষ্ঠিত উপবৃত্তি বিষয়ক কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আজিজ তাহের খান। এছাড়াও উপবৃত্তি বিষয়ক কেন্দ্রীয় কমিটি সংশ্লিষ্টরা এতে উপস্থিত ছিলেন।

জানা যায়, দেশের ৮টি আঞ্চলিক কার্যালয় থেকে প্রাপ্ত সর্বমোট ৭৬ হাজার ৭৮৯ জন প্রথমবারের মতো উপবৃত্তির আওতায় এসেছে।

0Shares