এসএসসি ভোকেশনালের পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল


Shikkha Songbad প্রকাশের সময় : মে ২২, ২০২৪, ৭:৩৪ অপরাহ্ণ /
এসএসসি ভোকেশনালের পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
0Shares

এসএসসি ভোকেশনালের খাতা চ্যালেঞ্জের আবেদনের সময় বাড়ল।

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ১২ মে। ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ বা ফলাফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ পায়। এসএসসি ভোকেশনালের শিক্ষার্থীরাও খাতা পুনর্নিরীক্ষার আবেদন করতে পারে। সেই ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়িয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অকৃতকার্য যেসব পরীক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারেনি, তারা ২১ মে পর্যন্ত আবেদন করতে পারবে। টেলিটক সিমের মাধ্যমে পুনরায় আবেদন করতে হবে।

আবেদন যেভাবে করবেন:

এসএমএসের মাধ্যমে ফলাফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। আবেদন করতে মুঠোফোনের ম্যাসেজ অপশনে গিয়ে RSC <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> বিষয় কোড লিখে Send করতে হবে 16222 নম্বরে।

যেমন কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীর রোল নম্বর 123456 এবং সে 1925 (পদার্থ-২) বিষয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করবে, তাহলে ম্যাসেজ অপশনে RSC Tec 123456 1925 লিখে send করতে হবে 16222 নম্বরে।

ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে, তা জানিয়ে একটি PIN পিন নম্বর (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর) দেওয়া হবে। এতে সম্মত থাকলে RSC <Space> Yes <Space> Contact Number (যেকোনো মোবাইল অপারেটর) লিখে send করতে হবে 16222 নম্বরে। প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১৫০ টাকা হারে চার্জ কাটা হবে।

0Shares