কারিগরির এইচএসসি বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পুনঃর্নিরীক্ষণের ফল প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৩, ১১:৪০ অপরাহ্ণ /
কারিগরির এইচএসসি বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পুনঃর্নিরীক্ষণের ফল প্রকাশ
0Shares

এইচএসসি বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে কারিগরি শিক্ষা বোর্ডের ৩৩৭ জন পরীক্ষার্থী নতুন করে পাস করেছেন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন পরীক্ষার্থী। এইচএসসি বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার ছয় সহস্রাধিক খাতা চ্যালেঞ্জ করেছিলেন পরীক্ষার্থীরা।

মঙ্গলবার এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশের পর কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৬ নভেম্বর ২০২৩ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। পাস করেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। এবার ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এইচএসসি ও সমমানে কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন।

, দুই পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে। একটি হলো এসএমএসের মাধ্যমে। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন।

প্রথম ফল প্রকাশের সময় যেভাবে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যায়, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে তা নয়। এক্ষেত্রে প্রার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেবে। তাই ফলাফলের জন্য এসএমএস পাঠানোর প্রয়োজন নেই।

অন্যদিকে শিক্ষার্থীরা অনলাইনে নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ফল জানতে পারবেন। বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফলের পিডিএফ কপি আপলোড করেছে।

কারিগরির এইচএসসি  বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পুনঃনিরীক্ষণের ফল দেখতে ক্লিক করুন এখানে

0Shares