১১ বেসরকারি প্রতিষ্ঠান ১ বছর মেয়াদি সার্টিফিকেট কোর্সের অনুমোদন পেলো


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৩, ৭:৪৪ অপরাহ্ণ / ৯০
১১ বেসরকারি প্রতিষ্ঠান ১ বছর মেয়াদি সার্টিফিকেট কোর্সের অনুমোদন পেলো
0Shares

এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স করানোর অনুমোদন পেলো ১১টি বেসরকারি প্রতিষ্ঠান। কম্পিউটার টেকনোলজি, ফিজিক্যাল এডুকেশন এবং ফাইন আর্টস এই তিনটি ট্রেড কোর্স করানো যাবে।

বুধবার (৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শর্তসাপেক্ষে এই অনুমোদন দেয়।

কম্পিউটার টেকনোলজি ও ফিজিক্যাল এডুকেশন ট্রেড কোর্স করানোর অনুমোদন পেয়েছে ভোলার লালমোহন উপজেলার মেহেরগঞ্জ চারুকলা ইনস্টিটিউট এবং গাজীপুর জেলা সদরের বিজি আইএফ টি ইনস্টিটিউট অব সায়েন্স।

কম্পিউটার টেকনোলজি ও ফাইন আর্টস ট্রেড কোর্স করানোর অনুমতি পেয়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মা কম্পিউটার ট্রেনিং সেন্টার, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুশিয়ারা টেকনিক্যাল ইনস্টিটিউট এবং লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার আইডিয়াল প্রফেশনাল ইনস্টিটিউট।

কম্পিউটার টেকনোলজি পেয়েছে বগুড়ার ধুনট উপজেলার প্রবাহ কম্পিউটার অ্যাকাডেমি, চাঁদপুর সদরের কম্পিউটার ও তথ্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কক্সবাজার জেলার চকরিয়ার কম্পিউটার কেয়ার ট্রেনিং ইনস্টিটিউট, পটুয়ায়াখালীর রাঙ্গাবালী উপজেলার আদর্শ কম্পিউটার টেনিং সেন্টার, পাবনার বেড়া উপজেলার আইডিয়াল টেকনিক্যাল ইনস্টিটিউট। এছাড়া ফাইন আর্টস ট্রেড কোর্স করানোর অনুমতি পেয়েছে টাঙ্গাইলের মধুপুরের চারুশীলন ইনস্টিটিউট অব টেকনোলজি।

শর্ত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স শিক্ষাক্রম পরিচালনার লক্ষ্যে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা, ২০২১ এর সকল শর্ত পূরণ করতে হবে।

আগামী এক মাসের মধ্যে প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট খুলে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

কারিগরি শিক্ষায় টেকসই গুণগত ও পরিমাণগত মান সুনিশ্চিত করতে হবে এবং পরবর্তী যথার্থ ব্যবস্থা প্রযোজ্যতা অনুসারে করতে হবে।

0Shares