সংসদ টিভিতে মাধ্যমিকের ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত রুটিন প্রকাশ, লাইভ ক্লাস দেখুন


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২০, ৮:০০ অপরাহ্ণ / ২৯০
সংসদ টিভিতে মাধ্যমিকের ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত রুটিন প্রকাশ, লাইভ ক্লাস দেখুন

সংসদ টিভিতে মাধ্যমিকের ক্লাস সম্প্রচারের ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

দেশে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সব স্কুল-কলেজ, মাদরাসা ও ইংলিশ মিডিয়াম স্কুলসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় গত ২৯ মার্চ সকাল থেকে সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার স্কুল’ শিরোনামে  মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার শুরু হয়েছে।

প্রথমে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হলেও গত ১২ এপ্রিল থেকে দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং এবং উচ্চতর গণিত বিজ্ঞান ক্লাস প্রচারের মাধ্যমে দশম শ্রেণির ক্লাস শুরু করা হয়।

প্রকাশিত নতুন রুটিন অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর (রবিবার) থেকে ২২ অক্টোবর পর্যন্ত সকাল ১০.৪০ মিনিট থেকে দুপুর ২.৪৫ মিনিট পর্যন্ত মাধ্যমিকের ক্লাস প্রচার করা হবে। প্রতিদিন ১২ টি বিষয়ে ক্লাস নেওয়া হবে।

বন্ধে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে টিভিতে পাঠদান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে মাধ্যমিকের ক্লাস প্রচারের কার্যক্রম বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সহযোগিতা করছে এটুআই, ব্যানবেইসসহ অন্যান্যরা। প্রাথমিকের ক্লাস প্রচারের কার্যক্রম বাস্তবায়ন করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষা সংবাদ ওয়েসাইটে প্রকাশিত রুটিন এর নিচে সংসদ টেলিভিশনে সরাসরি ক্লাস দেখা যাবে। এছাড়াও শিক্ষা সংবাদ এর অফিসিয়াল ফেসবুক পেইজে প্রতিদিনের ক্লাস দেখা যাবে।

আমাদের ফেসবুক পেইজে ক্লাস দেখতে ক্লিক করুন এখানে

এর আগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেলিভিশনে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য পরিচালিত বিষয়ভিত্তিক ক্লাস দেখলেই কাজ শেষ নয়। টিভিতে প্রচারিত প্রতিটি ক্লাসের পর দেয়া হবে বাড়ির কাজ। আর প্রতিটি বিষয়ের আলাদা খাতায় সেই বাড়ির কাজ শেষ করতে হবে। যখন স্কুল খোলা হবে তখন শিক্ষকদের সেই বাড়ির কাজের খাতা দেখাতে হবে। বাড়ির কাজের প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।

যতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ততদিনই টেলিভিশনের মাধ্যমে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখা হবে। দীর্ঘসময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে বাসায় অবস্থান করেই ছাত্র-ছাত্রীরা যাতে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারে সে বিষয়টি বিবেচনায় নিয়েই সংসদ টেলিভিশনে রেকর্ড করা শিক্ষা কার্যক্রম সম্প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে।

শিক্ষা সংবাদ পাঠকের জন্য সংসদ টিভিতে মাধ্যমিকের ক্লাস প্রচারের নতুন রুটিন তুলে ধরা হলো।

রুটিন দেখুন নিচে :

মাধ্যমিকের ‘আমার ঘরে আমার স্কুল’ সংসদ টিভি লাইভ ক্লাস দেখুন এখানে :

মোবাইল থেকে সংসদ টিভি দেখতে সমস্যা হলে আপনার ব্রাউজারটি ডেস্কটপ মুড অন করে নিন তারপর দেখুন।

সৌজন্যে : জাগোবিডি.কম