নিবন্ধনপ্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুলের তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : আগস্ট ৫, ২০২০, ৩:১২ অপরাহ্ণ / ৪৭০
নিবন্ধনপ্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুলের তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড
0Shares

নিবন্ধনপ্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুলের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তালিকায় নিবন্ধনপ্রাপ্ত ও সাময়িক নিবন্ধনপ্রাপ্ত ১১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম রয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

এর আগে গত ২৯ জুলাই বিদেশি পাঠ্যক্রমে পরিচালিত বাংলাদেশের ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর পূর্ণাঙ্গ ব্যয় বিবরণী অভিভাবকদের লিখিতভাবে জানাতে নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

পাশাপাশি এরকম নিবন্ধিত এবং নিবন্ধনহীন কতটি শিক্ষাপ্রতিষ্ঠান আছে, তার একটি তালিকাও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

0Shares