কলেজের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২০, ৭:২১ অপরাহ্ণ / ৩২৫
কলেজের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ

শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে ক্লাস নিতে সব কলেজকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। শনিবার (১১ এপ্রিল) শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে সব কলেজ অধ্যক্ষদের চিঠি পাঠানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, করােনাভাইরাস সংক্রমণ রােধে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত তথ্য প্রযুক্তি নির্ভর দূরশিক্ষণ পদ্ধতি চালু করেছে। এর পাশাপাশি কয়েকটি কলেজের অধ্যক্ষ মহােদয়গণ নিজস্ব উদ্যোগে অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করেছেন বিপুলসংখ্যক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করছে ও উপকৃত হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এর কোনাে বিকল্প নেই।

এমতাবস্থায়, তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের নিজ নিজ কলেজের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরােধ করা হলাে।

শিক্ষা সংবাদ পাঠকের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি নিচে তুলে ধরা হলো।

বিজ্ঞপ্তি দেখুন নিচে :