মাধ্যমিকের মূল্যায়ন জরিপে কক্ষ পর্যবেক্ষক হতে শিক্ষকদের তালিকা পাঠানোর আহ্বান


Shikkha Songbad প্রকাশের সময় : মে ২৬, ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ণ /
মাধ্যমিকের মূল্যায়ন জরিপে কক্ষ পর্যবেক্ষক হতে শিক্ষকদের তালিকা পাঠানোর আহ্বান
0Shares

দেশের ৬৪টি জেলার ৮৮টি উপজেলায় মাধ্যমিক শিক্ষার্থীদের জাতীয় মূল্যায়নের (এনএএসএস) চূড়ান্ত জরিপে কক্ষ পর্যবেক্ষক হিসেবে শিক্ষকদের তালিকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠাতে বলা হয়েছে।

১ হাজার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে জুনের ১ম সপ্তাহে এ জরিপ অনুষ্ঠিত হবে। বেসরকারি কলেজের প্রভাষক বা তার ওপরের পদমর্যাদার ২ হাজার শিক্ষকের তালিকা নির্ধারিত ছক অনুযায়ী আগামী ২৮ মের মধ্যে ইমেইল director.mew@gmail.com পাঠানোর জন্য বলা হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং ২০১২ খ্রিষ্টাব্দ থেকে ধারাবাহিকভাবে প্রতি দুই বছর অন্তর জাতীয় পর্যায়ে এই কার্যক্রমটি করে আসছে। এরই ধারাবাহিকতায় মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম কো-অর্ডিনেশন ইউনিটের আর্থিক ও কারিগরি সহায়তায় মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং বাস্তবায়নাধীন মাধ্যমিক শিক্ষার্থীদের জাতীয় মূল্যায়ন-২০২৩ এর প্রধান জরিপ কার্যক্রম দেশের ৬৪টি জেলার ৮৮টি উপজেলা বা থানার নির্বাচিত ১০০০টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে আগামী জুন ২০২৪ মাসের ১ম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কার্যক্রমের চূড়ান্ত জরিপে দায়িত্ব পালনের জন্য বেসরকারি কলেজের প্রভাষক বা তদুর্ধ্ব পদমর্যাদার শিক্ষক প্রয়োজন। উল্লিখিত শিক্ষকরা নির্ধারিত তারিখে কেন্দ্রে কক্ষ প্রত্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রত্যেক উপজেলায় এই জরিপের জন্য যে সব শিক্ষাপ্রতিষ্ঠান তালিকাভুক্ত আছে তার দ্বিগুণ সংখ্যক, অর্থাৎ প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ২ জন করে কক্ষ প্রত্যবেক্ষকের তালিকা প্রয়োজন।

উপজেলা বা থানার বেসরকারি কলেজের প্রভাষক বা তদুর্ধ্ব পদমর্যাদার উল্লিখিত সংখ্যক শিক্ষকের তালিকা সংযুক্ত ছক অনুযায়ী আগামী ২৮ মের মধ্যে ইমেইল director.mew@gmail.com পাঠানোর জন্য বলা হলো। বিষয়টি অতিব জরুরি বলে উল্লেখ করেছে।

0Shares