২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৪, ৮:১২ পূর্বাহ্ণ /
২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
0Shares

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের চলমান কার্যক্রমের সময় আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বিলম্ব ফি ছাড়া ছাড়াই এ সময় পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।

রবিবার (২১ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ড এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের চলমান কার্যক্রমের সময় আগামী ৫ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়া বাড়ানো হলো। ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ ৬ মে পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ৭ থেকে ১২ মে পর্যন্ত বাড়ানো হলো। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ ১৩ মে পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।

এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে। প্রতিষ্ঠানপ্রধান বিষয়টি নিশ্চিত করবেন।

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে 

0Shares