নতুন শিক্ষাক্রমে প্রশিক্ষণ পাবেন শিক্ষা কর্মকর্তারাও


Shikkha Songbad প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ৯:৩৮ অপরাহ্ণ /
নতুন শিক্ষাক্রমে প্রশিক্ষণ পাবেন শিক্ষা কর্মকর্তারাও
0Shares

‘নতুন শিক্ষাক্রম বিস্তরণ, মনিটরিং ও মেন্টরিং’ বিষয়ক প্রশিক্ষণ পাবেন শিক্ষা কর্মকর্তারা। এ উপলক্ষে মাউশির আঞ্চলিক কার্যালয়ের পরিচালক, উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের তথ্য প্রেরণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম এর পরিচালক প্রফেসর সৈয়দ মাহফুজ আলী স্বাক্ষরিত নির্দেশনায় এতথ্য জানানো হয়।

এতে বলা হয়,  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এসইডিপি প্রোগ্রামেরডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় শিক্ষা কর্মকর্তাদের জন্য ০২ (দুই) দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শীঘ্রই অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণের নিমিত্তে মাউশির আঞ্চলিক কার্যালয়ের পরিচালক, উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ তথ্য প্রয়োজন।

সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক তাঁর অঞ্চলের প্রশিক্ষণের জন্য বিবেচিত সকল কর্মকর্তাগণের তথ্যাদি যাচাইপূর্বক সংযুক্ত ছক মোতাবেক তালিকা আকারে এক্সেল ফাইল ফরমেটে ইমেইলযোগে ( dnc.ad1@dshe.gov.bd) আগামী ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি. তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

0Shares