কোচিং করানো শিক্ষকদের তালিকা না পাঠানোর নির্দেশ মাউশির


Shikkha Songbad প্রকাশের সময় : জানুয়ারি ১৭, ২০২৪, ৩:০৪ অপরাহ্ণ /
কোচিং করানো শিক্ষকদের তালিকা না পাঠানোর নির্দেশ মাউশির
0Shares

নতুন কারিকুলামের শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে শিক্ষক প্রশিক্ষণের প্রথম ধাপ গত ডিসেম্বর মাসে শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু হবে শিগগিরই। এজন্য উপজেলা ও থানা থেকে যোগ্য বা বিষয়ভিতিত্তিক ম্যাচিং শিক্ষকদের তালিকা আগামী ১৮ জানুয়ারির  মধ্যে পাঠাতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে এই তালিকায় যেন কোচিং করায় এমন শিক্ষকের নাম না আসে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) মাউশির ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের স্কিম পরিচালক প্রফেসর সৈয়দ মাহফুজ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উপজেলা পর্যায়ে অনুষ্ঠেয় ৮ম ও ৯ম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণি শিক্ষকদের নতুন শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণের জন্য সাবজেক্ট ম্যাচিং অনুসারে সংযুক্ত ছকে শিক্ষকদের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে ৮ম ও ৯ম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণি-শিক্ষকদের প্রথমধাপে সাত দিনব্যাপী প্রশিক্ষণ ৪৭৪ উপজেলা/থানায় ৫২৫ সুষ্ঠুভাবে শেষ হয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রমের ২য় পর্যায় শিগগিরই আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

এই প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে করতে সাধারণ/মাদ্রাসা/কারিগরি/প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন (মাধ্যমিক স্তরের) ১ম পর্যায়ের প্রশিক্ষণে অনুপস্থিত, ইআইআইএনধারী প্রতিষ্ঠানের বাদপড়া প্রশিক্ষণার্থী এবং মাদ্রাসা/কারিগরি/প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ইআইআইএনবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত পূর্ণকালীন শিক্ষকদের তথ্য ও তালিকা প্রয়োজন। জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে ইএমআইএস সেলে তথ্য অনুযায়ী উপজেলা/থানাওয়ারী (আয়ন-ব্যয়ন কর্মকর্তার নামসহ) বিষয়ভিত্তিক সংখ্যা ও তালিকা প্ৰয়োজন।

0Shares