নতুন কারিকুলাম ৮ম ও ৯ম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশিক্ষণ স্থগিত


Shikkha Songbad প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৩, ৩:৪৯ অপরাহ্ণ /
নতুন কারিকুলাম ৮ম ও ৯ম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশিক্ষণ স্থগিত
0Shares

অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ের শিক্ষক প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা এ প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা ও বেশ কয়েকজন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী শনিবার (৯ ডিসেম্বর) থেকে প্রথম পর্যায়ে এ প্রশিক্ষণ শুরু হওয়ার কথা ছিলো।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে কোনো আদেশ জারি করা না হলেও টেলিফোনে যোগাযোগ করে জানানো হয়েছে প্রশিক্ষণ স্থগিত রাখার বিষয়ে। আমরাও প্রধান শিক্ষকদের বিষয়টি জানাচ্ছি।

অপর একজন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, বুধবার দুপুরে একটি সভা ছিলো। ওই সভায় বলা হয়েছে প্রশিক্ষণটি আপাতত স্থগিত রাখতে। পরে প্রশিক্ষণের নতুন সময় জানানো হয়েছে।

এদিকে মানিকগঞ্জের সাটুরিয়ার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন প্রশিক্ষণ স্থগিত ঘোষণা করে আদেশ জারি করেছেন। এতে তিনি জানিয়েছেন, ৯ ডিসেম্বরের প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে। পরে প্রশিক্ষণের তারিখ জানানো হবে।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, আমাদের অ্যাডজাস্টমেন্টের কিছুটা সমস্যা ছিলো। সেগুলো সমাধানের চেষ্টা চলছে।

বিজ্ঞপ্তিটি নিচে দেখুন:

0Shares