নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন অ্যাপ ‘নৈপুণ্য’ উদ্বোধন কাল


Shikkha Songbad প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৩, ৩:৩৫ অপরাহ্ণ /
নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন অ্যাপ ‘নৈপুণ্য’ উদ্বোধন কাল

নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও রিপোর্ট কার্ড তৈরির অ্যাপ ‘নৈপুণ্য’। আগামীকাল বুধবার এ অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এদিন সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিতব্য ওই অনুষ্ঠানে অংশ নিয়ে নৈপুণ্য অ্যাপের উদ্বোধন ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী।

জানা গেছে, নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও রিপোর্ট কার্ড তৈরির অ্যাপ ‘নৈপুণ্য’ গত শনিবার উন্মুক্ত করা হয়। এ অ্যাপে মাধ্যমিক পর্যায়ের সব স্কুল ও মাদরাসার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। আগামীকাল বুধবারের (৮ নভেম্বর) মধ্যে এ অ্যাপে রেজিস্ট্রেশন করতে স্কুল ও মাদরাসাগুলোর প্রধানদের বলা হয়েছে।

জানা গেছে, জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালুকৃত মূল্যায়ন পদ্ধতিতে শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট কার্ড প্রস্তুতের সুবিধার্থে এটুআইয়ের কারিগরি সহায়তায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ‘নৈপুণ্য’ নামে একটি অ্যাপ উন্নয়ন করা হয়েছে।