চট্টগ্রাম বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষা অধিদপ্তরে ডিডি


Shikkha Songbad প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৩, ৬:২৮ পূর্বাহ্ণ /
চট্টগ্রাম বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষা অধিদপ্তরে ডিডি

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা এ এম এম মুজিবুর রহমান। তিনি ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে কর্মরত ছিলেন। আর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের উপপরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক মো. মুরশীদ আক্তার। তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

আর নতুন শিক্ষাক্রম বিস্তরণ স্কিমের উপ স্কিম প্রধান হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন শ্রীনগর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কুদরত-ই-খোদা।

 

রোববার তাদের এসব পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

ওই প্রজ্ঞাপনে, কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) প্রোগ্রামার বিদ্যুৎ কুমার রায়কে জয়পুরহাটের মাহিপুর হাজী মহসিন সরকারি কলেজে বদলি করা হয়েছে। আর লালমনিরহাটের মাজিদা খাতুন সরকারি মহিলা কলেজের প্রভাষক সাহারিয়া সুলতানাকে সিইডিপির প্রোগ্রামার হিসেবে পদায়ন দেয়া হয়েছে। আর সিলেটের বিয়ানিবাজার সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহযোগী অধ্যাপক ড. মো. আ. লতিফ ভূঁইয়াকে কুমিল্লা উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক হিসেবে পদায়ন দেয়া হয়েছে। একই আদেশে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের প্রভাষক মো. রুবেল হোসাইনকে এনসিটিবির গবেষণা কর্মকর্তা হিসেবে পদায়ন দেয়া হয়েছে।

নতুন পদায়ন ও প্রেষণে নিয়োগ দেয়া শিক্ষা কর্মকর্তাদের আগামী ১২ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে।