নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন টুলস্ প্রকাশ


Shikkha Songbad প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৩, ৫:০০ অপরাহ্ণ /
নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন টুলস্ প্রকাশ
0Shares

নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক মূল্যায়ন টুলস্ ও নির্দেশনা প্রকাশিত হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ দুই শ্রেণির ১৩টি বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের টুলস্ ও নির্দেশনা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের সহকারী পরিচালক এসএম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনুযায়ী সামষ্টিক মূল্যায়নের অংশ হিসেবে ১৩টি বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য বিষয়ভিত্তিক মূল্যায়ন টুলস্ ও নির্দেশনা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে সূত্রোক্ত (২) নম্বর পত্র মোতাবেক এতদসংক্রান্ত নির্দেশনা মাঠপর্যায়ে প্রেরণ করা হয়েছে।

এতে বলা হয়েছে, প্রস্তুতকৃত বিষয়ভিত্তিক বার্ষিক মূল্যায়ন টুলস্ ও ইতিপূর্বে প্রেরিত নির্দেশনা অনুসরণপূর্বক ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। বিষয়ভিত্তিক বার্ষিক মূল্যায়ন টুলস্ ও নির্দেশনা মাউশি অধিদপ্তরের ওয়েবসাইট www.dshe.gov.bd এর নোটিশ বোর্ড এ পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এনসিটিবি কর্তৃক প্রেরিত বিষয়ভিত্তিক বার্ষিক মূল্যায়ন টুলস্ ও ইতিপূর্বে প্রেরিত নির্দেশনা অনুসরণপূর্বক ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

0Shares